২মিনিটে বানিয়ে ফেলুন পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ফটো।

আজকে আমরা শিখব কিভাবে সুন্দর করে কম্পিউটারে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয়।
কি ধরনের Software প্রয়োজন হবে?
প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট যেকোনো একটি সফটওয়্যার ওপেন করে নিব। কম্পিউটারে Passport Size ছবি বানানোর জন্য যেকোনো ধরনের Photoshop Software ব্যবহার করা যেতে পারে। বিশেষ কিছু সফটওয়্যার হচ্ছে Adobe Photoshop 7,Photoshop CS, Photoshop PS সহ আরো অনেক।
এখন আমরা দেখব কিভাবে Adobe Photoshop 7 Software দিয়ে সুন্দর করে Passport Size ছবি বানাতে হয়। প্রথমে আমরা যে কোন সাইজের একটি ছবি নির্দিষ্ট করে নেব।যে কোন সাইজের ছবি কে Passport Size ছবি বানাতে পারব। সেজন্য ছবি নির্দিষ্ট করার জন্য কোন সাইজ প্রয়োজন নেই। এরপর আমরা আমাদের নির্দিষ্ট সফটওয়ারটি ওপেন করব তারপর আমাদের সফটওয়্যারটির মধ্যে আমাদের নির্দিষ্ট ছবিটি Open করব। ছবিটি সফটওয়্যারে অপেন করার পর আমরা আমাদের ছবিটির জন্য পাসপোর্ট সাইজ ছবির সাইজ ঠিক করে নেব। ছবিটি পাসপোর্ট সাইজ বানানোর পূর্বে আমরা দেখে নেই একটি নির্দিষ্ট পাসপোর্ট সাইজ ছবির জন্য কোন সাইজ ব্যবহার করতে হয়।
পাসপোর্ট সাইজ ছবি বানানোর সাইজ?
অবশ্যই একটি পাসপোর্ট সাইজ ছবি বানানোর জন্য কিছু নির্দিষ্ট সাইজ রয়েছে। Passport Size – WIDTH 4cm/ HEITGH 5cm – Resulation 300 Pixel (তবে যদি একসাথে দুজনের ছবি যুক্ত থাকে তবে অবশ্যই WIDTH 5cm/HEITGH 4cmদিতে হবে।) আমরা যদি সেই নির্দিষ্ট সাইজ ব্যবহার না করি তবে একটি পাসপোর্ট সাইজ ছবি কখনোই সম্পূর্ন হবে নারএবং সেটিকে কোন কাজে লাগবে না। তাই পাসপোর্ট সাইজ ছবি বানানোর পূর্বে অবশ্যই আমাদেরকে ছবিটির সাইজ ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। আমরা জানি একটি Passport Size ছবি আমাদের বিভিন্ন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কাজে প্রয়োজন হয়ে থাকে।
বিভিন্ন সময় আমাদের পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য বিভিন্ন কম্পিউটার ফটো স্টুডিও দোকানে যেতে হয় এবং আমাদের ছবিটি তৈরি করতে হয়।
কিভাবে বানাবো পাসপোর্ট সাইজ ছবি?
সেক্ষেত্রে আমরা যদি নিজেরাই এই কাজটি জেনে নেই তাহলে আমরা খুব সুন্দর ভাবে আমরা নিজেদের ছবিটাকে আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো। এছাড়া আমরা আজকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজ ছবিটিকে একদম প্রিন্ট করতে হয়। আমরা ফটোশপে ঢুকার পরে আমাদের নির্দিষ্ট সাইজটি দিয়ে Crop Tool দিয়ে আমাদের ছবিটি সাইজ করে নিব। এরপর আমরা আমাদের ছবি থেকে আমাদের পাসপোর্ট সাইজ ছবিটি কেটে নেব। আমরা এখন Pen Tool এর সাহায্যে আমাদের পাসপোর্ট সাইজ ছবির Background পরিবর্তন করব।
Pen Tool এর সাহায্যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন না করলে কখনোই আমাদের পাসপোর্ট সাইজ ছবি সম্পন্ন হবে না। আমরা সুন্দরভাবে পেন টুলের সাহায্যে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব।পাসপোর্ট সাইজ ছবি বানানো অনেক সহজ।
Watch Full Video – Make Passport Size Video youtube Video
পেন টুলের সাহায্যে পুরো ছবিটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। এরপর Ctrl+Backspace একসাথে ক্লিক করে আমরা ছবিটির Background Change করে নেব।তারপর আমাদের Photoshop Toolbox থেকে আমরা
কিভাবে কালার পছন্দ করবো?
যে কোন একটা ছবির Color নিতে পারি।তবে বিশেষ ভাবে পাসপোর্ট সাইজ ফটোতে সাদা এবং নীল কালার বেশি প্রচলিত তাই আমরা এখান থেকে Blue Color নিচ্ছি। ব্যাস! আমাদের পাসপোর্ট সাইজ ছবিটি অর্ধেক সম্পন্ন হয়ে গেছে। আমরা অনেকেই জানিনা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি বানাতে হবে। এরপর pen tool এর সাহায্যে সিলেক্ট করা আশপাশ গুলো আমরা চাইলে Blur Tool দিয়ে সমান করে নিতে পা্রি।তারপর আমরা চাইলে ছবিটার কালার কাস্টমাইজ করতে পারি আমরা control-m চেপে এটা আলো বাড়াতে-কমাতে পারি।
এছাড়া Ctrl+U/Ctrl+B এই দুটি সাহায্যে আমরা ছবিটির কালার কাস্টমাইজ করতে পারি।আমাদের এডিট করার কাজ শেষ। এখন ওপরের File থেকে New ফাইল নিতে পারি। আমরা যেহেতু এটি A4 Size পেপারে ছবিটি Print করব তাই A4 সাইজের একটি ফাইল নিলাম। তারপর আমাদের নির্দিষ্ট ছবিটি আমাদের নতুন ফাইলে নিলাম।
〈অন্য লিখা পড়ুন- কম্পিউটার কিনার পূর্বে〉
এখন আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো আমরা কপি করার জন্য আমরা Ctrl+Alt একসাথে চেপে ধরে আমরা পাশাপাশি নিবো। এরপর ছবিগুলোকে Print করার জন্য আমরা Ctrl+P চেপে ধরবো। তারপর নতুন একটি Window থেকে আমরা Propertise থেকে আমাদের সেটিংস ঠিক করে নেব। তারপর আমাদের Printer রেডি হলে আমরা আমাদের ছবিটিকে Printingসেন্ড করে দেবো। আমাদের পাসপোর্ট সাইজ ছবিটি সম্পন্ন হয়ে গেলো। এভাবে চাইলে আপনারা আপনাদের নিজেদের ছবিগুলো নিজেরা ফটো বানিয়ে ফেলতে পারবেন।অবশ্যই ছবির সাইজটি বিশেষ ভাবে লক্ষ্য রাখবেন।