একনজরে দেখে নিন ২০২০ সালের Top Apps গুলো।

বর্তমান সময়ে আমরা Internet Connection And Mobile ছাড়া নিজেদেরকে কল্পনাও করতে পারিনা। সেই কারনেই মোবাইলের বিভিন্ন নিত্য নতুন Apps গুলো হয়ে উঠেছে আমাদের নিত্যদিনের সঙ্গী।
এমন অনেক Apps/Browsing Sites রয়েছে যেগুলাতে আমরা আমাদের দিনের বেশিরভাগ সময় দিয়ে থাকি। আমরা নিজেদের অজান্তে এই Apps গুলোতে নিজের সময় কাটানোর জন্যে বন্ধু বানিয়ে নিয়েছি। আপনি যদি এরকম কিছু অত্যাধুনিক Top Apps 2020 এর সন্ধান চান থাহলে এই আর্টিকেলটি আপনার জন্যে।
চলুন এক নজরে দেখে নেয়া যাক Top Apps 2020 সালের সর্বাধিক ব্যবহৃত Apps গুলো কী কী।
ইন্টারনেটের জনপ্রিয় একটি Analysis Website e Marketer এর তথ্য অনুযায়ী এই অনুসন্ধান দেয়া হলো।
কোন এপ্স গুলো সবচেয়ে পপুলার ২০২০ সালে ?
এখানে কিছু এপ্স আছে যেগুলা মানুষের প্রয়োজন মিঠিয়ে তাদের ব্যবসার একটা বিশাল অংশ তৈরী করে নিয়েছে।
Uber(উবার)
বর্তমান বিশ্বের আলোচিত একটি জনপ্রিয় App হচ্ছে এটি।
এটি মূলত একটি রাইডিং এপ। যার মাধ্যমে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রীরা যাতায়াত করতে পারে Google Map এর সাহায্যে।এটি বিশ্বের প্রায় ৭০টি দেশে এবং ৪০০টির বেশি শহরে কাজ করছে। বর্তমান সময়ে Uber এপটির একটিভ ব্যবহারকারী প্রায় ১০৩মিলিয়ন মানুষ।
এটি খুব স্বাভাবিক এবং দ্রুত সময়ের মধ্যে সময়মত জায়গায় পৌছে দেয়।
এছাড়া ব্যাংকিং সেবা বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে Payment Service দেয়া যায়। বর্তমান বিশ্বে যেখানে Day by Day ট্রাফিক জ্যাম বাড়ছে সেখানে Uber এর মত এপ মানুষের সময় বাচাতে সক্ষম হচ্ছে। ২০২০ সালের Top Apps এর মধ্যে অন্যতম।
Instagram(ইন্সটাগ্রাম)
তারা মূলত মানুষকে তাদের এপ্সের মাধ্যমে ছবি/ভিডিও আপলোড করতে বলে থাকে। Instagram প্রতি বছরেই App ব্যবহারের দিক থেকে শীর্ষে অবস্থান করে থাকে।
এটি বিভিন্ন বিজনেস পলিসির সাথে যুক্ত হয়ে এড এবং বিভিন্ন টুলস ব্যবহার করতে সক্ষম হয়েছে। Instagram Mobile App টি ২০১০ সালে আভির্বাবের মাধ্যমে সাধারন ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
প্রতি মাসে ১বিলিয়নের বেশি মানুষ Instagram ব্যবহার করে থাকেন।
বিভিন্ন খবর,বিনোধন, স্বাস্থ্য, কিংবা বিউটি বিষয়াবলির উপর ছবি এবং ভিডিও আপলোড করতে সক্ষম এই এপটি। বিভিন্ন মার্কেটাররা এখন বেশ আনন্দের সাথে Instagram এর সাথে কাজ করছে এবং এটি Top Apps এর একটি।
TikTok (টিকটক)
টিকটক একটি জনপ্রিয় এপ। এটি বানিয়েছিলো Beijing-based firm ByteDance একটি চীনা প্রতিষ্টান। তারা বানিয়েছিলো মূলত এখানে শর্ট ভিডিও এবং মিউজিক আপলোড করার জন্যে।
সময়ের সাথে সাথে এটি বিভিন্ন Creator দের জন্যে দারুন একটি প্ল্যাটফর্ম হতে সক্ষম হয়ে যায়। বর্তমানে এটিতে বিভিন্ন ‘Challenges’ টাইপের ভিডিও আপলোড দিয়ে এটি ভাইরাল হচ্ছে।
এছাড়া টিকটকের প্রতিষ্টান Beijing-based firm ByteDance বর্তমান বিশ্বের একটি অন্যতম বিজনেস প্রতিষ্টান। এশিয়াতেও এটি বেশ জনপ্রিয় একটি এপ। Bangladesh,Pakistan,India সহ এশিয়ার প্রায় দেশে এটির জনপ্রিয়তা ছড়িয়েছে। বেশ কিছুদিন আগে India-China সমস্যা থাকার কারনে ইন্ডিয়াতে Tiktok Ban করে দেয়া হয়। এতে ইন্ডিয়ান অনেক Tiktok Stars রা তাদের ইনকামের মাধ্যমটি হারাতে বসেন।
Netflix (নেটফ্লিক্স)
এটি একটি subscription টাইপের এপ। যেখানে আছে Movies,TV shows,And Ect যা সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যায়। বর্তমান বিশ্বে এটির জনপ্রিয়তা বেশ তুঙ্গে। আমেরিকানরা ৪৭% যেকোনো ভিডিওর জন্যে Netflix ব্যবহার করে থাকেন।
এছাড়া Covid-19 সময়ের লকডাউনের সময়ে ২০২০ সালের সর্বাধিক Downloaded এপ এবং Top Apps ছিলো এটি।
Amazon(অ্যামাজন)
আধুনিক বিশ্বের সবচেয়ে বড় eCommerce মাধ্যম বলা যায় এটিকে। Amazon এপটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে দিনদিন। এটি ব্যবহার সহজ এবং ব্যবহারকারীরা খুব সহজে অ্যামাজন থেকে পণ্য কিনতে পারেন।
এছাড়া বিভিন্ন আপডেটের মাধ্যমে Product ডেলিভারির আপডেট পাওয়া যায়। Amazon ইন্টারনেশনাল একটি ই-কমার্স প্রতিষ্টান। তারা খুব স্বল্প সময়ের মধ্যে পণ্য ডেলিভারি করে থাকে। এটি অন্যতম Top Apps ২০২০ সালের।
YouTube(ইউটিউব)
ভিডিও দেখার প্ল্যাটফর্মের দিক থেকে বিশ্বের সবচেয়ে সেরা আপটি হচ্ছে Youtube এপ। বিশ্বের অনেক গুলো সফল App এর মধ্যে এটি অন্যতম একটি সফল এপ। এখানে খুব সহজে খবর,বিনোধনের ভিডিও পাওয়া যায়।
মিলিওন মিলিওন কন্টেন্ট ক্রিয়েটররা এখানে নিত্য-নতুন Unique Content এখানে আপলোড করে থাকে।
Mobile এপের মাধ্যমে খুব সহজেই Singing করে বিভিন্ন চ্যানেল Subscribe করে অসাধারন কন্টেন্ট দেখা যায়। প্রত্যক ব্যবহারকারী প্রতিদিন কমপক্ষে ১১মিনিট ২৪সেকেন্ড ইউটিউবে ব্যয় করে থাকেন।
Youtube বর্তমান সময়ে Earning এর জন্যে দারুন একটা প্ল্যাটফর্ম।
বিভিন্ন ধরনের Content দিয়ে এখানে কিছু রিকুয়েরমেন্ট ফলো করে ইনকাম করা যায়।
অনেকেই Vlog,Tech,Health,Entertinment Content দিয়ে অনেক ভালো ইনকাম করতে সক্ষম হয়েছেন।
WhatsApp(ওয়াটসেপ)
২০০৯ সালে Brian Acton and Jan Koum নামের দুজন WhatsApp এপটি তৈরী করেন।
এটি ২০১৪ সালে ১৯বিলিয়ন ডলার মূল্যে ফেইসবুকের কাছে বিক্রি করে দেয়া হয়েছে।
বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের ফোনেই ওয়াটসেপ এপটি রয়েছে। ১.৫বিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে এতে।
ভিডিও,অডিও এবং চ্যাটিং করার জন্যে দারুন জনপ্রিয়তা পেয়েছে WhatsApp এপটি।
এই এপটি একমাত্র বিশাল বিশ্বে ছড়িয়ে আছে যা ১৯৩টি দেশের মধ্যে ১৮০টি দেশেই চলমান।
সময়ের সাথে সাথে তারা বিভিন্ন আপডেট নিয়ে এসেছে।
বর্তমানে এটির Security বেশ জোরদার করা হয়েছে। এছাড়া Status আপডেট করার ফিচারটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
Dropbox(ড্রপবক্স)
এটি একটি স্মতি ধরে রাখার এপ। যেখানে বিভিন্ন স্ট্রোরেজ রাখা যায়।
সাধারনত এটিতে খুব সহজে নিজের প্রয়োজনীয় ফাইল গুলো রাখা যেতে পারে।
এটির একটি সুবিধা হচ্ছে এখানে আপলোড দেয়া ফাইলের কোনো লিমিট নেই।
২০২০ সাল এই এপটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এই Top Apps 2020 গুলো ২০২০ সালের জনপ্রিয় কিছু এপ্স। যেগুলো মানুষের প্রয়োজনে পাশে ছিলো।
কিছু এপ্স যা মানুষের অবসর সময়কে করেছে প্রানবন্ত এবং আনন্দের। কিছু Apps যোগাযোগের জন্যে মানুষকে দিয়েছে আরো সহজ করে।